Most Recent Post
Home / বরিশাল বিভাগ / আমতলীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ডাক্তার বাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আলহাজ্ব মোঃ আব্দুস সোবাহান (৮০) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে।
জানাগেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আলহাজ্ব আব্দুস সোবাহান বৃহস্পতিবার দুপুরে বাড়ী থেকে আমতলী আসতেছিল। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ডাক্তারবাড়ী নামক স্থানে সড়ক পারাপারের সময় একটি এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ ৫১-০০৫৪) তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মাসুম বিল্লাহ তাকে মৃত্যু ঘোষনা করেছেন। পুলিশ ঘাতক এ্যাম্বুলেন্স জব্দ করেছে।
নিহত পুলিশ কর্মকর্তার ছোটভাই মোঃ দেলোয়ার হোসেন বলেন, রাস্তা পারাপার হওয়ার সময় একটি এ্যাম্বুলেন্স পিছন থেকে ভাইকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাসুম বিল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, ঘাতক এ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।

About bdpratinioto

Check Also

বাংলাদেশ সাংবাদিক প্রেসক্লাব নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ

বাংলাদেশ সাংবাদিক প্রেসক্লাব নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ করলো মফস্বলের সকল সাংবাদিকদের সমন্বয়ে।এটি একটি অরাজনৈতিক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *