বরগুনায় বিএনপি মনোনীত প্রার্থীকে বাংলাদেশ প্রেসক্লাব ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন
বরগুনা প্রতিনিধি:
বরগুনা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লাকে বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলার শাখার পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। রোববার (৬ ডিসেম্বর ২৫) রাত ৮ টায় পৌর মার্কেটের দ্বিতীয় তলায় বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখার অস্থায়ী কার্যালয় এ সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলার শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার বরগুনার জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পারভেজ দুলালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, সিনিয়র নেতা এ জেড এম সালে ফারুক, ফারুক কমিশনার সহ বিএনপি নেতৃবৃন্দ।
এসময় নজরুল ইসলাম মোল্লা বলেন, দলীয় জোটে একজন সংখ্যা লঘু, যার স্থানীয় ঠিকানা এখানে নয় তিনি ২৫ বছর বরগুনায় এমপি ছিলেন। আমরা বারবার তাদের কাছে হেরে যাওয়ার কারণ গত ২৫ বছরে বরগুনার স্থানীয় কেউ নমিনেশন পায়নি। এবার আমরা নমিনেশন পেয়েছি। সকলের সহযোগীতায় আমরা ধানের শীষের বিজয় ছিনিয়ে আনব। এ সময় তিনি আরো বলেন বাংলাদেশ প্রেস ক্লাবের যেকোনো সহযোগিতা এবং পাশে থেকে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি সাংবাদিক সহ সকলের সহযোগীতা কামনা করেন।
Bangladesh Pratinioto news site