Most Recent Post
Home / খেলাধুলা / ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলবেন তাসকিন!

ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলবেন তাসকিন!

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ এবার খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। আসন্ন বিপিএল মৌসুমে তাকে দলে ভেড়াচ্ছে শাকিব খান মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি। যা দলটির প্রথম বড় পদক্ষেপগুলোর একটি বলেই ধরা হচ্ছে।

গত মৌসুমে অভিষেকের পর থেকেই আলোচনায় থাকা ঢাকা ক্যাপিটালস এবার নতুন করে সাজাচ্ছে নিজেদের দল। লক্ষ্য- আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হয়ে মাঠে নামা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তাসকিনের সঙ্গে প্রাথমিক আলোচনাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন মৌসুমে ঢাকার হয়ে খেলবেন এই জাতীয় দলের পেসার।

গত বিপিএলে তাসকিন খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে এবং কিছু ম্যাচে নেতৃত্বও দিয়েছিলেন। তবে এবার রাজশাহী অংশ নিচ্ছে না। ফলে তাসকিনকে দলে ভেড়ানোর পথ আরও সহজ হয়েছে ঢাকার জন্য।

উল্লেখ্য, বিপিএলের ১২তম আসর শুরু হবে ১৯ ডিসেম্বর, আর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে এ মাসের ১৭ তারিখ।

বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ফাস্ট বোলারকে দলে পাওয়ায় ঢাকার সমর্থকদের মাঝে ইতিমধ্যেই তৈরি হয়েছে নতুন আশার স্রোত। কারণ তাসকিন মানেই আগ্রাসন, গতি আর লড়াইয়ের প্রতীক।

About bdpratinioto

Check Also

গোপালগঞ্জের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের একটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *