Home / জাতীয় / সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পুনাক: আইজিপি

সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পুনাক: আইজিপি

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: নারী, শিশু ও সমাজকল্যাণে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার (২১ মার্চ) রাতে রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেস মিলনায়তনে নারী পুলিশ পরিবারের ঐতিহ্যবাহী সংগঠনটি আয়োজিত ‘বসন্ত উৎসব-২০২১’ পালন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য। আইজিপি পুনাকের প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে তাকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুনাক এর সহ-সভানেত্রী নাসিম আমিন।

উল্লেখ্য, পুনাক তিন দশকেরও বেশি সময় ধরে পুলিশ পরিবারের নারী সদস্যদের জন্য নানা ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন ও উন্নয়নে ভূমিকা রেখে আসছে।

Check Also

গোপালগঞ্জে সংঘর্ষে ৪ জন নিহত

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *