Home / বিনোদন / সঙ্গিনীর ব্যক্তিজীবন নিয়ে আমি কথা বলব কেন: যশ

সঙ্গিনীর ব্যক্তিজীবন নিয়ে আমি কথা বলব কেন: যশ

সেলিব্রেটিদের জীবন নিয়ে তাদের ভক্ত-সমালোচকদের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক।  তবে টালিউড সেনসেশন নুসরাত জাহারের ব্যক্তিজীবন নিয়ে নাড়াচাড়াটা বোধহয় একটু বেশিই হচ্ছে।  গত এক বছরেরও বেশি সময় ধরে সমালোচকরা তার পিছু লেগে আছেন।

অবশ্য এর জন্য নুসরাত নিজেও কম দায়ী নন।  নিখিল জৈনকে বিয়ে করার পর থেকেই একের পর এক সংবাদ আসছে নুসরাতকে ঘিরে।  কিছু  সংবাদ অবশ্য সমালোচক ও  সোস্যাল মিডিয়ার কল্যাণে এসেছে।  বিয়ের পর নুসরাতের পরকীয়া নিয়ে গুঞ্জন শুরু হয়।  তারই ধারাবাহিকতায় নুসরাতের বিচ্ছেদ।

বিচ্ছেদের সময়েই জানা যায় নুসরাত মা হচ্ছেন।  তবে সাবেক স্বামী নিখিল সাফ জানিয়ে দেন, নুসরাতের অনাগত সন্তানের বাবা তিনি নন, অন্য কেউ।  তাহলে সন্তানের পিতৃত্বের দাবিদার কে হবে সেটি নিয়ে আগে থেকে বিতর্ক শুরু হয়।  নুসরাত আজ পর্যন্ত বিষয়টি  স্পষ্ট করেননি।

এরইমধ্যে নুসরাত মা হয়েছেন।  জীবনে প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ উপভোগ করলেও স্বস্তিতে নেই টালিউড নায়িকা।

তার মা হওয়ার ঘটনায় আরও একজন তারকার নাম রয়েছে আলোচনায়। তিনি টালিউড অভিনেতা যশ দাশগুপ্ত।  কারণ অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে নুসরাতের সঙ্গেই রয়েছেন তিনি।  এমনকি সন্তান প্রসবের সময়ও তিনি ছিলেন অভিনেত্রীর পাশে। সবার ধারণা, নুসরাতের এই সন্তানের পিতা যশই।

আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে কৌশলে এ প্রশ্নের জবাব এড়িয়ে যান যশ।  তিনি বলেন, আমি ছোট থেকে আজ পর্যন্ত ব্যক্তিগত জীবন কারও সামনে আনিনি। আগামী দিনেও আনব না। তা হলে ‘ব্যক্তিগত’ শব্দটার মানেই থাকে না! যেটুকু জানানোর ঠিক জানাব। যেমন- বরাবর সবাই জানতে পারছেন।

যশের মতে, কেবল তিনি নন, এসব ব্যাপারে নুসরাতের কাছ থেকেও মন্তব্য নেওয়া উচিৎ।  তিনি বলেন, ‘এই যে হঠাৎ একদিন ভুয়া খবর ছড়িয়ে গেল নুসরাত হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছে।  ও (নুসরাত) হাসপাতালে ভর্তি হলে, সন্তানের জন্ম দিলে কেন সেটা চেপে রাখব! তাছাড়া সব কথা আমি একা বলবো কেন? আমার সঙ্গিনীরও হয়তো কিছু বলার থাকতে পারে। সেটা ওর (নুসরাত) মুখ থেকে শোনাই বোধ হয় ভালো।’

প্রসঙ্গটা কোনোভাবেই ভালোভাবে নিচ্ছিলেন না যশ।  সাক্ষাৎকারে যশ দাশগুপ্ত জানান, ভালো আছে নুসরাত, ছেলে ঈশান। তার পরেই কড়া নির্দেশ, ‘ব্যস, আর কোনো ব্যক্তিগত প্রশ্ন নয়’।

এর আগে নুসরাত সন্তান জন্ম দেয়ার পরপরই গণমাধ্যমের মুখোমুখি হন যশ।  সেখানে তিনি বলেছিলেন, ‘এটুকু বলতে পারি, এটা ভালো খবর।  সি সেকশনের পর মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন, তারা ভালো আছেন।’

২০১৯ সালে নুসরাত জাহান ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। তবে বছর গড়াতেই তারা আলাদা হয়ে যান।  নুসরাত জানান, রেজিস্ট্রি করে নয়, কেবল ধর্মীয় রীতিতেই বিয়ে করেছিলেন তারা।  সেজন্য আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদের প্রয়োজন বোধ করেননি অভিনেত্রী।  যদিও এ বিষয়ে একটি মামলা করেছেন নিখিল।  সেটি এখনও চলমান রয়েছে।

অন্যদিকে নিখিলের সঙ্গে সংসার করার সময়েই যশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে নুসরাতের।  শোনা যায়, এই প্রেমের জন্যই তাদের সংসার ভেঙেছে।  তবে বিতর্কে কান দিতে নারাজ নুসরাত-যশ দু’জনেই।  তারা এ বিষয়ে মুখ খুলতে নারাজ।

About bdpratinioto

Check Also

জুলাই আন্দোলন নিয়ে একঝাঁক চলচ্চিত্রের ঘোষণা, আটকে আছে ‘দ্য রিমান্ড’

বাপ্রতি বিনোদন ডেস্কঃ ২০২৪ সালে জুলাইয়ের গণঅভ্যুত্থান বদলে দিয়েছিল দেশের রাজপথের দৃশ্যপট। সেই আন্দোলনের উত্তাপ, ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *