Home / বিনোদন / হিন্দি গানের মডেল হলেন দীঘি

হিন্দি গানের মডেল হলেন দীঘি

কিছুদিন আগে ভারতের বিখ্যাত সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে একটি গান করেছিলেন ন্যানসি। সে গানের ভিডিওয়ের মডেল হয়েছেন দীঘি। তার সঙ্গে আছেন ফারহান খান রিও। ‘হোটো পে নাম তেরা’ শিরোনামের গান ন্যানসির সহশিল্পী প্রেম ।

শুক্রবার (২৮ আগস্ট) সাভার ফিল্ম ভ্যালিতে গানটির দৃশ্যধারণ হয়েছে। ভিডিও নির্মাতা হিসেবে আছেন ইভান মনোয়ার।
গানটি নিয়ে দীঘি বলেন, গানটির কথা আর গায়কী খুবই চমৎকার। আর টি-সিরিজের ব্যানারে প্রকাশ হবে। সবকিছু মিলিয়ে কাজটি উপভোগ করলাম। আশা করছি সবার ভালো লাগবে।টি সিরিজের ব্যানারে হিন্দি ও বাংলা ভাষায় গানটি প্রকাশিত হবে।

শিশুশিল্পী থেকে নায়িকা হওয়ার পর দীঘি অভিনীত সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ মুক্তি পেয়েছে। সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ‘মুজিব ভাই’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এছাড়া বঙ্গবন্ধুর বায়োপিকেও দেখা যাবে তাকে।

About bdpratinioto

Check Also

জুলাই আন্দোলন নিয়ে একঝাঁক চলচ্চিত্রের ঘোষণা, আটকে আছে ‘দ্য রিমান্ড’

বাপ্রতি বিনোদন ডেস্কঃ ২০২৪ সালে জুলাইয়ের গণঅভ্যুত্থান বদলে দিয়েছিল দেশের রাজপথের দৃশ্যপট। সেই আন্দোলনের উত্তাপ, ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *