Home / খেলাধুলা / ফিটনেস ক্যাম্প দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি

ফিটনেস ক্যাম্প দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি

খেলা ডেস্ক, বাংলাদেশ প্রতিনিয়ত: অবশেষে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে। ৩২ জনের প্রাথমিক দল নিয়ে আগামীকাল সোমবার থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প।

রোববার (৩০ জুলাই) দুপুরে মিরপুরে সংবাদমধ্যমে ক্যাম্পের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় নান্নুর সঙ্গে ছিলেন দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

ক্যাম্পের শুরুর দিকে মূলত ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ হবে। এরপর শুরু হবে স্কিল ক্যাম্প। প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি, ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখে।’

ক্যাম্পের মাঝে এশিয়া কাপের জন্য ২১-২২ জনের দল দেবে বোর্ড। তাদের নিয়ে মূলত শুরু হবে স্কিল ক্যাম্প। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে নান্নু বলেন, ‘স্ট্যান্ডার্ডটা (ফিটনেস) তো দেখতে হবে। অনেকদিন হয়েছে প্রথম শ্রেণি, প্রিমিয়ার লিগ শেষ করেছে। অনেক লম্বা বিরতি। কেউ কেউ ইমার্জিং শেষ করেছে, কেউ টাইগার্স ক্যাম্পে ছিল। আমরা একটু দেখতে চাচ্ছি কে কোথায় আছে।’

এই ক্যাম্পে অধিনায়ক তামিম ইকবালের ফিটনেসও যাচাই করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক ‘মেডিকেল থেকে আমরা এখনো কোন আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি একটা রিপোর্ট পাব। আশা করছি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।’

প্রথমিক এই ক্যাম্পে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার থাকবেন না। কানাডায় টি-টোয়েন্টি লিগ খেলছেন লিটন দাস ও আফিফ হোসেন। লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য ছুটি নিয়েছেন তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও সাকিব আল হাসান। ওদিকে জিম আফ্রো টি-টেন লিগ খেলা তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম ক্যাম্পে যোগ দেবেন কিছুদিন বিশ্রাম নেওয়ার পর।

About bdpratinioto

Check Also

৮৩ রানের রেকর্ড জয়ে বাংলাদেশের সমতা

বাংলাদেশ প্রতিনিয়ত খেলাডেস্কঃ ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৯৪ রানে অলআউট শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে রানের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *